৮ম অষ্টম শ্রেণির ১৮ তম সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর


৮ম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮ তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা অষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ২৮ সেপ্টেম্বর ২০২১ ৮ম শ্রেণীর Assignment প্রকাশ করা হয়েছে

৮ম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

অষ্টম শ্রেণির পরিক্ষার্থীদের জন্য ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। ৮ম শ্রেণির ১৮ সপ্তাহ গণিত, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

Download

৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর উত্তর  নিচে উত্তর দেখুন

এসাইনমেন্টের শিরােনাম- স্কাউটিং , গার্ল গাইড ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটি।

শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বলতে সাধারণত হাত, পা, নাক, কান, চোখ, মাথা, গলা ইত্যাদিকে বােঝায়। শিক্ষার্থীদের এসব অঙ্গপ্রত্যঙ্গের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞানার্জন করা অতীব প্রয়ােজন। প্রতিটি মানুষ জীবনে চলার পথে অনেক সময় দুর্ঘটনার মুখােমুখি হয়। এই দুর্ঘটনা মােকাবেলার জন্য প্রাথমিক চিকিৎসার ধারণা লাভ করা প্রত্যেকের কর্তব্য। প্রাথমিক চিকিৎসা জানা থাকলে ডাক্তার না আসা পর্যন্ত দুর্ঘটনার ক্ষতির পরিমাণ অনেকটা কমানাে যায়।
প্রাথমিক চিকিৎসার ইংরেজি হলাে ফার্স্ট এইড (First Aid). First অর্থ প্রথম আর Aid অর্থ সাহায্য। কোনাে আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সেবা শুশ্রুষা দেওয়া হয়, তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা হচ্ছে বিজ্ঞানসম্মত সেই শিক্ষা, যা আয়ত্তে থাকলে আকস্মিক কোনাে দুর্ঘটনায় সাহায্য করতে পারে, যাতে রােগীর জীবন রক্ষা পায়। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলেন ডা. ফ্রেডিক এজমার্ক। তিনি জার্মানির একজন বিশিষ্ট শল্য চিকিৎসক। তিনিই প্রথম চিন্তা করেন, যেকোনাে দুর্ঘটনায় আহত রােগীকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার আগে রােগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা। অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে, হঠাৎ দুর্ঘটনায় আহত রােগীকে ডাক্তার আসার পূর্বে প্রাথমিক সেবা শুশ্রুষা করা।
প্রাথমিক চিকিৎসাকারীর কাজ প্রধানত তিনটি- 
ক) রােগ নির্ণয় করা 
খ) চিকিৎসা 
গ) স্থানান্তর।

ক. রােগ নির্ণয়: কী কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করা। 

খ. চিকিৎসা: ডাক্তার আসার আগে রােগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সেজন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া। 

গ. স্থানান্তর: দুর্ঘটনার গুরুত্ব অনুযায়ী রােগীকে নিরাপদ জায়গায় বা ডাক্তারের নিকট বা হাসপাতালে যত ভাড়াতাড়ি সম্ভব স্থানান্তর করা।

হঠাৎ আঘাত পেলে শরীরের ওই নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত চাপে ফুলে যায়। এ ধরনের আঘাতে যে সমস্যা হয় তাকে সাধারণত সফট টিস্যু ইনজুরি বলে। আঘাত হাতে - পায়ের, কোমরের বা শরীরের অন্য জায়গার মাংসপেশি, হাড়, হাড়ের জোড়, নার্ভ বা লিগামেন্টের অবস্থানগত পরিবর্তনের জন্য ব্যথা হয়। আবার কেউ মাথায় আঘাত পেতে পারে, ফলে বাহ্যিক-অভ্যন্তরীণ দুই ধরনেরই ক্ষতি হতে পারে। 

একেক জায়গার আঘাতে চিকিৎসার ধরন অন্য জায়গার মাংসপেশি, হাড়, হাড়ের জোড়, নার্ভ বা লিগামেন্টের অবস্থানগত পরিবর্তনের জন্য ব্যথা হয়। আবার কেউ মাথায়ও আঘাত পেতে পারে, ফলে বাহ্যিক - অভ্যন্তরীণ দুই ধরনেরই ক্ষতি হতে পারে। একেক জায়গার আঘাতে চিকিৎসার ধরন পরিবর্তিত হয়ে থাকে। সব আঘাতই গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু মাথায় আঘাত সব সময় বেশি গুরুত্ব বহন করে।
হঠাৎ হাতে - পায়ে আঘাত পেলে কী হয়? 

আঘাতপ্রাপ্ত জায়গা ফুলে যায়। প্রচণ্ড ব্যথা হয়, ওই অংশটি লাল হয়ে যায় এবং গরম থাকে। এটা হয় কোনাে দুর্ঘটনায় আঘাত পেলে, খেলাধুলার সময় আঘাত পেলে, মাংসপেশিতে হঠাৎ টান লাগলে কিংবা পা পিছলে পড়ে গেলে। আর এসব কারণে সফট টিস্যু ইনজুরি হয়। আঘাতের তীব্রতা বেশি হলে হাড় ভেঙে যেতে পারে। হাড় ভেঙে গেছে সন্দেহ হলে অবশ্যই এক্স - রে করাতে হবে এবং প্রয়ােজন হলে চিকিৎসা নিতে হবে।

আমার একজন সহপাঠী হাতে ব্যথা পেল।কিছুক্ষণ পর দেখা গেল তার হাত ফুলে গেছে। এমন অবস্থায়, আমি যা যা পদক্ষেপ নিব তার নিচে লেখা হলাে। আক্রান্ত জায়গায় বরফ ব্যবহার করতে হবে ১৫-২০ মিনিট ধরে। ভিজা গামছার ভেতর বরফ নিয়ে আক্রান্ত অংশে মুড়িয়ে দিন। যদি বেশি ঠান্ডা লাগে, ৩ মিনিট পর উঠিয়ে ফেলুন। শুকনাে কাপড় দিয়ে ৩ মিনিট পর উঠিয়ে ফেলুন। শুকনাে কাপড় দিয়ে মুছে আবার ১২-১৪ মিনিট ধরে পেঁচিয়ে রাখুন। 

আক্রান্ত অংশ ফুলে গেলে ক্রেব ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন, যাতে আর ফুলতে না পারে। আক্রান্ত অংশ বালিশ বা অন্য কিছু দিয়ে উঁচু করে রাখুন, যাতে হৃৎপিণ্ড বরাবর থাকে। এই অবস্থায় হালকা ব্যায়াম, হালকা মালিশ, আলট্রাসাউন্ড থেরাপি ব্যথা অংশ বালিশ বা অন্য কিছু দিয়ে উঁচু করে রাখুন, যাতে হৃৎপিণ্ড বরাবর থাকে। এই অবস্থায় হালকা ব্যায়াম, হালকা মালিশ, আলট্রাসাউন্ড থেরাপি ব্যথা কমাতে সাহায্য করবে। রােগীকে ৬-৭ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হয়। লক্ষ রাখতে হবে রােগী আবার যেন আঘাত না পায়।

৬ষ্ঠ শ্রেণীর ১৮ তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র

 ৬ষ্ঠ শ্রেণীর গণিত ১৮ তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ২৮ সেপ্টেম্বর ২০২১ ৬ষ্ঠ শ্রেণীর Assignment প্রকাশ করা হয়েছে

৬ষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

ষষ্ঠ শ্রেণির পরিক্ষার্থীদের জন্য ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণির ১৮ সপ্তাহ গণিত, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

DOWNLOAD

ষষ্ঠ শ্রেণির গণিত এর উত্তর  নিচে উত্তর দেখুন

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-৪

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম.

দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তু

  • ২.১ অনুপাত
  • ২.২ বিভিন্ন অনুপাত
  • *২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক
  • ২.৪ ঐকিক নিয়ম

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

আবু হানিফ সাহেব তাঁর ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়ােজিত করলেন। জরুরী প্রয়ােজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তাঁর ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর ।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।

নির্দেশনা
ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে।

মূল্যায়ন রুব্রিক্স
ক. অনুপাতের ব্যবহার
খ. মিশ্রনের আনুপাতিক তুলনাকরণ
গ. ঐকিক নিয়মের প্রয়ােগ
আরো পড়ুনঃ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৫ তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট

ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র PDF Download

৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র পিডিএফ (PDF) ফাইল নিচের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে অথবা সরাসরি দেওয়া হবে পরতে পারবেন। কথা লম্বা না করে উত্তরপত্র বা সমাধান দেখি।

ষষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত  অ্যাসাইনমেন্ট উত্তরপত্র বা সমাধান
ষষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত এসাইনমেন্ট



৬ষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত এসাইনমেন্ট এর উত্তর খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এখান থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজে পরতে পারবে এবং লিখতে পারবে। যদি উপরে দেওয়া উওর বা সমাধান দেখতে অসুবিধা হয় থাহলে নিচের Download বাটন থেকে গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র PDF এর লিংক দেওয়া আছে । নিচে ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে

Page 1 Download Here
Page 2 Download Here

AnswerXam সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন।


Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post