সপ্তম শ্রেণির ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ও সমাধান


৭ম শ্রেণীর বিজ্ঞান ১৯ তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো সপ্তম শ্রেণীর ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা সপ্তম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ০৫ অক্টোবর ২০২১ ৭ম শ্রেণীর ১৯ সপ্তাহের বিজ্ঞান Assignment প্রকাশ করা হয়েছে

৭ম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

সপ্তম শ্রেণির সকল পরিক্ষার্থীদের জন্য 19 তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। সপ্তম শ্রেণির ১৯ সপ্তাহ বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

Download Button
সপ্তম শ্রেণির ১৯ তম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ও সমাধান প্রতিটি ধাপে নিচে আলোচনা করবো
অ্যাসাইনমেন্ট শুরু

১নং প্রশ্নের সমাধান

 শক্তির সংকট মােকাবেলায় বিকল্প শক্তির জন্য আমার মতাে করে একটি প্রজেক্ট তৈরি করলাম। কাজের ধাপসমূহ:

১। শুরুতে বেশ বড় আকৃতির একটা ঘর তৈরি করলাম। বাড়ির কাছেই, বড়দের সহযােগিতায় নিয়ে, তা সুন্দর করে সিমেন্ট বালু ইট দিয়ে ঢালাই।

২।গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খরকুটোর বা অন্যান্য ময়লা-আবর্জনা এর মধ্যে ফেলা যাবে এমন একটি জায়গা তৈরি করলাম।

৩। পুরাে প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম।


কার্যপ্রণালী: আমার প্রজেক্টে গ্যাস তৈরি করতে ভালাে ভূমিকা পালন করবে। মাত্র দুটি গরুর গােবর ব্যবহার করে গৃহস্থলীর আবর্জনা ফেলে, একটি পরিবারের প্রয়ােজনীয় গ্যাস এই প্ল্যান্টের তৈরি করা সম্ভব। শক্তি উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে। এবং ময়লা আবর্জনা উপযুক্ত। জায়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য তৈরি করবে।

২নং প্রশ্নের সমাধান

প্রজেক্টিকে "বায়ােগ্যাস প্লান্ট" নাম দিয়ে চালু করলাম। যা ভালােভাবেই পরবর্তীতে আমার। বাড়ির গ্যাসের সকল চাহিদা পূরণ করবে।

বায়ােগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল। সাধারণত তিনটি ধাপে বায়ােগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

প্রথম ধাপ: বায়ােমাসের বিভিন্ন উপাদান যেমন : প্রােটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙ্গে সরল উপাদান তৈরি হয়।

দ্বিতীয় ধাপ: ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলাে বিভিন্ন জৈব এসিড তৈরি করে।

তৃতীয় ধাপ: এ ধাপে জৈব এসিড থেকে ফার্মেন্টেশন বিক্রিয়ায় মিথেন, কার্বন-ডাইঅক্সাইড তৈরি হয়।

আমার এলাকায় এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কেননা এই বায়ােগ্যাস প্লান্ট একাধারে শক্তি উৎপাদন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

আর আমার দেখাদেখি এলাকার অনেক মানুষ আগ্রহী হয়ে একই প্রজেক্ট করবে। সেক্ষেত্রে এলাকা জ্বালানি স্বনির্ভরতা, পরিবেশবান্ধব ও ভালাে মানের শক্তি উৎপাদনের ভূমিকা পালন করবে। পাশাপাশি যা থেকে ধীরে ধীরে এলাকার পাশাপাশি আরও দূর পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরুত্বপূর্ন পরিবর্তন আনা সম্ভব।

৩নং প্রশ্নের সমাধান

বায়ােগ্যাস আমার জীবনে যে ধরনের ভূমিকা। রাখতে পারবে: নবায়নযােগ্য শক্তির উৎস হিসাবে বায়ােগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন

  • বায়ােগাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা
  • বায়ােগাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা। সম্ভব হবে।
  • বায়ােগ্যাস তৈরীর পর অবশিষ্ট বর্জ্য, আবাদি
অ্যাসাইনমেন্ট শেষ
 সর্তকতা: এই অ্যাসাইনমেন্ট শুধু নমুনা উত্তর। শিক্ষার্থীরা অব্যশই নিজে থেকে এসাইনমেন্ট এর উত্তর লেখবে
AnswerXam সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন।

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post