ষষ্ঠ শ্রেণির ১৯ তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ও সমাধান


৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ১৯ তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো ষষ্ঠ শ্রেণীর ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ০৫ অক্টোবর ২০২১ ৬ষ্ঠ শ্রেণীর ১৯ সপ্তাহের বিজ্ঞান Assignment প্রকাশ করা হয়েছে

৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

ষষ্ঠ শ্রেণির সকল পরিক্ষার্থীদের জন্য 19 তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণির ১৯ সপ্তাহ বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

Download Button

আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণীর  ১৯ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট সমাধান

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১৯তম সপ্তাহের বিজ্ঞান  এসাইনমেন্টের উত্তর আমরা প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে নিচে আলোচনা করবো


অ্যাসাইনমেন্ট শুরু

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর  নিচে উত্তর দেখুন

অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ 

পাঠ ১-২: মিশ্রণ ও দ্রবণ
পাঠ ৫-৭: সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ
পাঠ ৩-৪: দ্রব ও দ্রাবক
পাঠ ৫-৭: সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ
পাঠ ৮-৯: সর্বজনীন দ্রাবক
পাঠ ৮-৯: সর্বজনীন দ্রাবক
পাঠ ১০-১২: লবণাক্ত পানি হতে লবণের ন্ফটিক প্রস্ততকরণ

অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ

1. কোন পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে- কেন এটি অসমসত্ব মিশ্রণ?
2. ২য় পাত্র থেকে লবণের স্ফটিক প্রস্তুত তাপোন্টার পেপারে/ক্যালেন্ডারের উল্টো পাতায়/আর্টপেপারে লিপিবদ্ধ কর।
অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ
১. যে পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে তা উল্লেখ করবে এবং যুক্তিসহ তা ব্যাখ্যা করবে।
২. অপরিষ্কার লবণ মিগ্রিত পানি থেকে স্ষটিক তৈরির পরীক্ষণটি করবে এবং কাজের ধারাবাহিক তাপোন্টার পাতায়/ আর্টপেপারে লিপিবদ্ধ করবে।

এখন আমরা দেখবো বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর

১নং প্রশ্নের সমাধান

অসমসন্ত্ব মিশ্রণ: যে মিশ্রণে দ্রাবক ও দ্রবের উপাদানগুলো মিশ্রিত করে পুনরায় পৃথক করা যায় সে মিশ্রণকে অসমসন্ত্ব মিশ্রণ বলে।
উদাহরণস্বরুপ বলা যায়:- বালি ও চিনির মিশ্রণ। বালি ও চিনিকে একত্রে মেশানোর পর তাদের কে খালি চোখে আলাদা আলাদা হিসেবে বোঝা যায়। এবং ইচ্ছা করলে এগুলো আলাদা করা যায়। যেমন বালি ও চিনির মিশ্রণকে তাপ দিলে চিনি গলে যাবে এবং বালি থেকে আলাদা হয়ে যাবে।


উদ্দিপকের প্রশ্নে ১ম পত্রে ছিলো ঝালমুড়ি। যা খালি চোখে দেখে বোঝা যায় কোনগুলো ঝাল ও কোনগুলো মুড়ি। এবং এদেরকে হাত দিয়ে বেছে বেছে আলাদা করা যায়।

তাই উপরিউক্ত আলোচনার মাধ্যমে বুঝা যায় ঝালমুড়ি একটি অসমসত্ত্ব মিশ্রণ।
২নং প্রশ্নের সমাধান
২য় পাত্র থেকে অপরিষ্কার লবণ হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ কার্যপদ্ধতি নিম্নে লিপিবদ্ধ করা হলো:
প্রয়োজনীয় উপকরণ:
  • ২টি বিকার, 
  • ১টি ফানেল, 
  • চিনামাটি বা
  • পোর্সেলিনের বেসিন, 
  • ব্রি-পদী স্ট্যান্ড, 
  • কাঁচদন্ড, 
  • তারজালি
  • ফিল্টার কাগজ।
রাসায়নিক দ্রব্য:
  • কঠিন খাদ্য লবণের নমুনা

কার্যপদ্ধতি:

১। 250 সেমি আয়তনের একটি বিকারে 100 সেমি পানি নিয়ে এতে প্রায় 35 গ্রাম অবিশুদ্ধ NaCl যোগ করে একটি কাচাদন্ডের সাহায্যে উত্তমরূপে নেড়ে দ্রবণ প্রস্তুত করতে হবে।
২। এর পর ফিল্টার কাগজের মাধ্যমে দ্রবণটিকে পরিস্রাবণ করে পরিসুত ভ্রবণ অন্য বিকারে নিতে হবে।
৩। বিকারটিকে ত্রি-পদী স্ট্যান্ডের উপরে স্থাপিত তারজালির উপর বসিয়ে বুনসেন দীপের সাহায্যে উত্তপ্ত করে দ্রবণটিকে ঘনীভূত (সম্পৃক্ত) করতে হবে। দ্রবণটি সম্পৃক্ত হয়েছে কিনা জানার জন্য উত্তপ্ত ঘনীভূত দ্রবণের কিছু পরিমাণ একটি পরীক্ষা নলে নিয়ে ট্যাপের পানিতে ঠান্ডা করতে হবে। ঠান্ডা দ্রবণে কেলাস দেখা গেলেই দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে ধরে নেয়া যায়।

NaCl কেলাস পদ্ধতি

৪। সম্পৃক্ত উত্তপ্ত দ্রবণকে কিছুটা শীতল করার পর দ্রবণে সামান্য পরিমাণ বিশুদ্ধা গাঢ HCl যোগ করতে হবে। এর ফলে বিশুদ্ধ NaCl এর কেলাস উৎপন্ন হয়ে নিচের দিকে জমা হতে থাকবে।

৫। উপরের স্বচ্ছ দ্রবণে আরও কিছু পরিমাণ বিশুদ্ধা গাঠ HCl যোগ করলে কেলাসন প্রক্রিয়া শেষ হবে। 

৬। পরিস্রাবণের সাহায্যে দ্রবণ থেকে NaCl এর কেলাস পৃথক করতে হবে এবং কেলাসগুলো NaCl এর গাঢ় দ্রবণে ধৌত করতে হবে।

৭। প্রাপ্ত কেলাসগুলোকে পোর্সেলিন বা চিনা মাটির ছড়ানো বেসিনে নিয়ে সামান্য উত্তপ্ত করুন। এর ফলে কেলাসের গায়ে লেগে থাকা HCl বাম্পাকারে চলে যাবে। এভাবে প্রাপ্ত প্রায় শুল্ক কেলাসগুলোকে বায়ুতে রেখে শুষ্ক করা হয়।

৮। দ্রুত শুষ্ক করার জন্য কেলাসগুলোকে অনাদ্র CaCl₂ পূর্ণ একটি শোষকাধারে রাখা হয়। কিছুক্ষণ পর বিশুদ্ধ ও শুঙ্ক NaCl কেলাস পাওয়া যায়।

সতর্কতা:
  • HCl ব্যবহারে সতর্ক থাকতে হবে। এটি এসিড তাই শারীরের কোথাও লাগলে মারাত্বক ক্ষতি হতে পারে।
  • বিকার কাঁচের তৈরি তাই এটির ব্যবহার সাবধানে করতে হবে।
  • বুনসেন দ্বীপের ব্যবহার সাবধানে করতে হবে যেন হাত পূড়ে না যায়।
অ্যাসাইমেন্ট শেষ
সর্তকতা: এই অ্যাসাইনমেন্ট শুধু নমুনা উত্তর। শিক্ষার্থীরা অব্যশই নিজে থেকে এসাইনমেন্ট এর উত্তর লেখবে

৬ষ্ঠ শ্রেণীর ১৮ তম সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র

৬ষ্ঠ শ্রেণীর গণিত ১৮ তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ২৮ সেপ্টেম্বর ২০২১ ৬ষ্ঠ শ্রেণীর Assignment প্রকাশ করা হয়েছে

৬ষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

ষষ্ঠ শ্রেণির পরিক্ষার্থীদের জন্য ১৮ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণির ১৮ সপ্তাহ গণিত, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

 Download button

ষষ্ঠ শ্রেণির গণিত এর উত্তর  নিচে উত্তর দেখুন

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-৪

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম.

দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তু

  • ২.১ অনুপাত
  • ২.২ বিভিন্ন অনুপাত
  • *২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক
  • ২.৪ ঐকিক নিয়ম

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

আবু হানিফ সাহেব তাঁর ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়ােজিত করলেন। জরুরী প্রয়ােজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তাঁর ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর ।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।

নির্দেশনা
ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে।

মূল্যায়ন রুব্রিক্স
ক. অনুপাতের ব্যবহার
খ. মিশ্রনের আনুপাতিক তুলনাকরণ
গ. ঐকিক নিয়মের প্রয়ােগ
আরো পড়ুনঃ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৫ তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট

ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র PDF Download

৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তরপত্র পিডিএফ (PDF) ফাইল নিচের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে অথবা সরাসরি দেওয়া হবে পরতে পারবেন। কথা লম্বা না করে উত্তরপত্র বা সমাধান দেখি।

ষষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত  অ্যাসাইনমেন্ট উত্তরপত্র বা সমাধান
ষষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত এসাইনমেন্ট



৬ষ্ঠ শ্রেণীর ১৮ সপ্তাহ গণিত এসাইনমেন্ট এর উত্তর খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এখান থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজে পরতে পারবে এবং লিখতে পারবে। যদি উপরে দেওয়া উওর বা সমাধান দেখতে অসুবিধা হয় থাহলে নিচের Download বাটন থেকে গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র PDF এর লিংক দেওয়া আছে । নিচে ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে

Page 1 Download Here
Page 2 Download Here

AnswerXam সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন।


Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post