ষষ্ঠ শ্রেণির ১৯ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ও সমাধান


৬ষ্ঠ শ্রেণীর  ১৯ তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা, এসাইনমেন্ট সমাধান ২০২১ । আজকে আমার দেখবো ষষ্ঠ শ্রেণীর ১৯ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা,  অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আলোচনা। ০৫ অক্টোবর ২০২১ ৬ষ্ঠ শ্রেণীর ১৯ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা Assignment প্রকাশ করা হয়েছে

ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ও অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ও উত্তরপত্র ২০২১

ষষ্ঠ শ্রেণির সকল পরিক্ষার্থীদের জন্য 19 তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে। ষষ্ঠ শ্রেণির ১৯ সপ্তাহ, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন Download করতে নিচের Download বাটন থেকে ডাউনলোড করতে পারবেন।

Download Button

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১৯তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টের উত্তর আমরা প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে নিচে আলোচনা করবো

ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উত্তর  নিচে উত্তর দেখুন

অ্যাসাইনমেন্ট শুরু
তারিখঃ০৮ অক্টোবর ২০২১ বরাবর
বরাবর,
প্রধান শিক্ষক
পাহাড়তলী হাই স্কুল
চট্রগ্রাম
বিষয়ঃ আখলাকে হামিদা এর উপর প্রতিবেদন।
জনাব,

বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ মােতাবেক তারিখঃ০৮

অক্টোবর ২০২১ অনুসারে আখলাকে হামিদা এর উপর প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। ইসলামি শাস্ত্র ও আইন অনুযায়ী আখলাক দুই প্রকার। যথা 
• আখলাকে হামিদাহ 
• আখলাকে যামিমা

আখলাকে হামিদাহঃ 

মানব জীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে। যেমন - ধৈর্য , সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি।

আমার ভিতরে আখলাকে হামিদার যে গুণগুলো বিদ্যমানঃ

  • সর্বদা সত্য কথা বলি
  • সময়ের কাজ সময়ে সম্পন্ন করি
  • কারো ক্ষতি করি না
  • বড়দের সম্মান করে চলি
  • ওয়াদা রক্ষা করি 
  • দুঃস্থদের সাহায্য করি 
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকি
  • অন্যের সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না 
  • বাবা - মার কথা মেনে চলি 
  • বাবা মার সাথে সদ্ব্যবহার করি 
  • ধর্মীয় অনুশাসন মেনে চলি
  • সৃষ্টিকর্তাকে ভয় করি 

 পিতা মাতার প্রতি করণীয় ৫টি আচরণঃ

১। পিতা - মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়াঃ

পিতা - মাতা পৃথিবীতে সন্তানের সবথেকে আপনজন। তাদেরকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোন সন্তানের জন্য অত্যাবশ্যকীয়। তাই আমি আমার পিতা - মাতাকে শ্রদ্ধা করি।

২। পিতা - মাতার প্রতি সদ্ব্যবহারঃ

আমি আমার পিতা - মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না। তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি। পিতা - মাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদেরকে অনেক কষ্ট করে লালন - পালন করেন যে কারণে তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত।

৩। পিতা মাতার সেবা করাঃ

একজন সন্তান অসুস্থ হলে পিতা - মাতা হয়ে পড়ে এবং তাদের সর্বোচ্চ সেবা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন । তাই যখন পিতা মাতা অস্থির হয়ে মাতা অসুস্থ হয় তখন আমি তাদের সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করি।

৪। পিতা - মাতার কাজে সাহায্য করাঃ

পিতা - মাতা ও সন্তানের মঙ্গল এর কথা ভেবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটখাটো কাজে সাহায্য করার চেষ্টা করি , যাতে তাদের কষ্ট কম হয়।

৫। পিতা- মাতার আদেশ - নিষেধ মেনে চলাঃ

পিতা - মাতা সর্বদায় তাদের সন্তানের মঙ্গল কামনা করেন। তারা কোন কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন এবং কোন বিষয়ে আদেশ দিলে সন্তানের মঙ্গলের জন্যই আদেশ দেন ৷ এই , কারণে আমি সর্বদা তাদের আদেশ মেনে চলার চেষ্টা করি।

আত্মীয় স্বজনের প্রতি করণীয় ৫ টি আচরণঃ

১। অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা : অভাবগ্রস্ত আত্মীয় - স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ' কোনো মিসকিনকে সহযোগিতা করলে দুটি দান করলে শুধু দানের সওয়াব আর আত্মীয়কে সওয়াব — দান ও আত্মীয়তা রক্ষা। ' ( সুনানে নাসায়ি , হাদিস : ২৫৮২ )

২। যোগাযাগ রক্ষা করা : আত্মীয়রা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলেও তার সঙ্গে অন্যরা যোগাযোগ রক্ষা করবে। রাসুলুল্লাহ ( সা . ) বলেন , ' ... প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই যে ব্যক্তি তার আত্মীয় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সে তা রক্ষা করে চলে। ' (সহিহ বুখারি , হাদিস : ৫৯৯১)

৩। অসুস্থ হলে সেবা করা : আত্মীয় - স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজখবর নেওয়া আবশ্যক। কেননা রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ' ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও , রোগীর শুশ্ৰূষা করো এবং বন্দিদের মুক্ত করো। ' ( সহিহ বুখারি , হাদিস : ৫৩৭৩ )।

৪। ভালো আচরণ করা : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে , ‘ মা - বাবার সঙ্গে উত্তম আচরণ করো , আর উত্তম আচরণ করো নিকটাত্মীয়ের সঙ্গে। ' ( সুরা : নিসা , আয়াত : ৩৬ )

৫। মেহমানদারি করা : মেহমানদারি সাধারণ মুসলমানের অধিকার। আত্মীয় হলে তা আরো দৃঢ় হয়। রাসুলুল্লাহ ( সা . ) বলেছেন , ' যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। ' ( সহিহ বুখারি , হাদিস : ৬১৩৮ )

প্রতিবেদকের নাম : ........................।
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক,
প্রতিবেদনের শিরোনাম : আখলাকে হামিদা এর উপর প্রতিবেদন 
প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : --/---/২০২১ ইং।
অ্যাসাইনমেন্ট শেষ

 সর্তকতা: এই অ্যাসাইনমেন্ট শুধু নমুনা উত্তর। শিক্ষার্থীরা অব্যশই নিজে থেকে এসাইনমেন্ট এর উত্তর লেখবে
AnswerXam সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন।

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post