বিকাশ পেমেন্ট করার সঠিক নিয়ম বা উপায়

বিকাশ পেমেন্ট করার সঠিক উপায় বা নিয়ম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। আপনারা যারা বিকাশ থেকে পেমেন্ট করতে অসুবিধায় পড়েছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। আশা করছি আজকের এই পোস্টটা যদি মনোযোগ সহকারে পড়েন থাহলে আপনার মনে কোন প্রশ্ন থাকবে না। বিকাশ পেমেন্ট সকল বিষয় বিস্তারিত নিয়ম বা উপায় জানবেন আজকে।

বিকাশ পেমেন্ট করার নিয়ম কয়টি ও কি কি

বিকাশ তাদের পেমেন্ট সিস্টেম ৩টি উপায় রেখেছে। অনলাইন কেনাকাটা করতে বা কোন অনলাইন এ সার্ভিস নিতে গেলে পেমেন্ট করতে ওয়েবসাইট এর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। অনলাইন বা অফলাইন এ দোকান বা শপিং করতে গেলে আপনার কাছে নগদ থাকা না থাহলে আপনি খুব সহজে বিকাশ পেমেন্ট করতে পারবেন।

  • *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট
  • বিকাশ অ্যাপ এ মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে
  • অনলাইন পেমেন্ট গেটওয়ে এ আপনার বিকাশ মোবাইল নাম্বার, OTP Code, পিন নাম্বার এর মাধ্যমে পেমেন্ট করে

বিকাশ এর বর্তমানে এই ৩টি উপায় রয়েছে পেমেন্ট করার। আমরা আজকে আপনাদের জানাবো বা দেখাবে কিভাবে আপনি এই সকল উপায়ে পেমেন্ট সম্পন্ন করবেন।

*২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট

আপনাদের যাদের কাছে একটি Android phone নেই কিন্তু একটি বাটন ফোন বা ফিচার ফোন আছে তাদের জন্য এই উপায় পেমেন্ট করার। প্রথমে আপনাকে আপনার ফিচার ফোন ডায়াল এ *২৪৭# ডায়াল করুন।

  • তারপর আপনি বিকাশ এর ৪ নাম্বার টাইপ করে সেন্ড করুন। আপনি যে ৪ নাম্বার ডায়াল করে সেন্ড করেছেন ৪ নাম্বার এ Payments লেখা ছিলো।
  • এখন আপনাকে যে বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন। সেই নাম্বার টাইপ করে সেন্ড করুন।
  • কত টাকা আপনি পেমেন্ট করবেন তা সেখানে টাইপ করে সেন্ড করেন।
  • তারপর রেফারেন্স অপশন এ আপনার নাম্বার বা যেকোনো একটা নাম্বার লিখে সেন্ড করতে পারবেন।
  • তারপর আপনাকে বিকাশ এ আপনি যে নাম্বারে টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বার, কত টাকা সেন্ড করবেন এবং রেফারেন্স সকল তথ্য দেখাবে যাতে কোনো ভূল থাকলে আবার প্রথম থেকে দিতে পারেন।

এখন আপনি আপনার বিকাশ এর পিন নাম্বার লিখে সেন্ড করে দিলে আপনার মার্চেন্ট পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা বিকাশ আপনাকে ফিরতি এসএমএস দিবে এবং একাউন্ট থেকে টাকা কেটে নিবে। আশা করছি বিকাশ পেমেন্ট নিয়ে আর কোন প্রশ্ন থাকবেনা।

এইইটা শুধুমাত্র বাটন ফোন বা ফিচার ফোন এর জন্য সীমাবদ্ধ নয় এই উপায়ে আপনি Andorid এ করতে পারবেন।

বিকাশ অ্যাপ এ মাধ্যমে পেমেন্ট করায় নিয়ম

bkash app এ খুব সহজে যেকোনো মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। উপরে আমরা দেখেছি *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করার নিয়ম। এখন আমরা দেখবো বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনি যেভাবে পেমেন্ট করবেন তার উপায় না নিয়ম।

  • বিকাশ এ অ্যাপ এ পিন নাম্বার দিয়ে প্রবেশ করুন।
  • তারপর Make Payment অপশনে ক্লিক করুন।
  • এখন আপনি Tap To Scan QR Code এ ক্লিক করে আপনি যে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন সেই নাম্বারের কিউ আর কোড স্ক্যান করুন।
  • টাকার পরিমাণ দিয়ে একটা রেফারেন্স নাম্বার ( না দিলে হবে) দিয়ে পিন নাম্বার দিয়ে নিচে ট্যাপ করে ধরে রাখেন।

বিকাশ অ্যাপ এ মাধ্যমে পেমেন্ট করা সম্পন্ন হয়েছে। এইভাবে আপনি খুব সহজে যেকোনো সময় বিকাশ অ্যাপ এ মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

অনলাইন বিকাশ পেমেন্ট করার নিয়ম

অনেকে অনলাইন বিকাশ পেমেন্ট করার নিয়ম নিয়ে জানতে ইচ্ছুক। বিশেষ করে যারা অনলাইন এ কোনোকিছু কেনাকাটা করতে চান তাদের জন্য এই উপায়। আপনার পচন্দের যেকোনো পণ্য বা সার্ভিস নিতে গেলে অনলাইনে পেমেন্ট করতে হবে। বিকাশ এর মাধ্যমে আপনি যেভাবে পেমেন্ট করবেন তার নিয়ম

  • আপনি যে Website এ পেমেন্ট করবেন। সেখানে গিয়ে প্রথমে আপনি আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিবেন
  • তারপর আপনাকে একটা Verification code পাঠাবে সেই কোড টাইপ করুন
  • পিন নাম্বার দিয়ে সেন্ড এ ক্লিক করুন

অনলাইন বিকাশ পেমেন্ট করার সম্পন্ন হয়েছে। এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার কত পেমেন্ট সম্পন্ন হয়েছে।

এই ছিলো আজকের বিকাশ পেমেন্ট করার সঠিক নিয়ম বা উপায়। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post