আমরা গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভূলে যাই।  জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট/ পরিবর্তন করার নিয়ম বা কিভাবে করবো তা নিয়ে চিন্তায় থাকি। আজকে আমরা দেখাবো আপনি খুব সহজে আপনার গুগল  একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

সেটিং থেকে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট

আপনার মোবাইল এ যদি জিমেইল বা গুগল একাউন্ট লগইন অবস্থায় থাকে থাহলে খুব সহজে আপনি একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন। Google Account এর পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে আপনার মোবাইল এর সেটিং অপশন প্রবেশ করেন। তারপর আপনাকে Accounts নামক একটি অপশন রয়েছে সেই অপশন খুঁজে বের করে ক্লিক করতে হবে। সকল মোবাইল এ পাবেন উপর না নিচের দিকে থাকবে।

সেটিং অপশন

এখন আপনাকে যে একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করতে সেই একাউন্ট এর উপরে ক্লিক করতে হবে। তারপর আপনি Google Account নামক অপশন দেখতে পাবেন সেখানে প্রবেশ করুন। 


Google Account অপশন


আপনার গুগল একাউন্ট এর নাম সকল তথ্য আপনাকে দেখাবে। সেখান থেকে আপনি Security নামক অপশন এ ক্লিক করতে হবে।


Security নামক অপশন

 নিচের থেকে উপরের দিকে টান দিলে আপনি পাসওয়ার্ড নামক অপশন দেখতে পাবেন। Password Option খুঁজে বের করে ক্লিক করতে হবে।


Password Option

এখন আপনাকে আপনার জিমেইল বা গুগল লাস্ট ব্যবহৃত পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। আপনি তার নিচে দিকে Password Forget নামক অপশন এ ক্লিক করবেন।


Password Forget

তারপর, আপনার মোবাইল এর স্কিন এ ব্যবহৃত পাসওয়ার্ড চাইবে সেখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি এখন New Password এ আপনি আপনার পছন্দমতো ইউনিক পাসওয়ার্ড দিবেন। তারপর আবার Confirm New Password  উপরে  যে ইউনিক পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ড টাইপ করবেন।

Confirm New Password

Change Password ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। সফলভাবে পরিবর্তন হয়ে গেলে আপনাকে একটা মেইল পাঠানো হবে সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করছেন মেইল জানানো হবে।

আরো পড়ুনঃ বিকাশ পেমেন্ট করার সঠিক নিয়ম বা উপায়

যেকোনো ব্রাউজার থেকে পাসওয়ার্ড রিসেট/ পরিবর্তন

ব্রাউজার থেকে পাসওয়ার্ড রিসেট/ পরিবর্তন করতে হলে আপনাকে আপনার জিমেইল বা গুগল একাউন্ট রিকভারী মোবাইল নাম্বার বা জিমেইল একাউন্ট ব্যবহার করে ফরগেট করতে হবে। অবশ্যই আপনার একাউন্ট এর সাথে আপনার যেকোনো মোবাইল নাম্বার এড করা থাকতে হবে।

যেকোনো ব্রাউজার থেকে google.com থেকে সাইন-ইন বাটন এ ক্লিক করুন

সাইন-ইন বাটন এ ক্লিক করুন
এখন আপনি আপনার গুগল বা জিমেইল একাউন্ট টাইপ করুন। 

গুগল বা জিমেইল একাউন্ট টাইপ করুন

পাসওয়ার্ড টাইপ করার জন্য বলবে সেখানের নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড মনে নেই লেখার  উপর ক্লিক করবেন।

পাসওয়ার্ড মনে নেই

গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে আপনাকে আপনার একাউন্ট এ ব্যবহৃত মোবাইল নাম্বার বসাবেন। তারপর সে সেই নাম্বার এ একটা OTP Code পাঠাবে সেটা টাইপ করতে হবে। 

গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধার
তারপর আপনাকে নিউ  পাসওয়ার্ড টাইপ করে আবার Confirm New Password  দিয়ে  পরিবর্তন পাসওয়ার্ড এ ক্লিক করলে সম্পন্নভাবে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। 

এই ছিলো আজকের জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট/ পরিবর্তন করার নিয়ম। আশা করছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ


Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post